বিশেষ লক্ষ্যনীয়: আপনি যদি সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এর শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্রগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা বৃত্তির জন্য তথ্য প্রদান করে আবেদন শুরু করুন।

* ফরমের প্রতিটি ঘর/তথ্য অত্যাবশ্যকীয়। কোন ঘর/তথ্য আপনার জন্য প্রযোজ্য না হলে 'N/A'লিখুন।

ধাপ ১ : আবেদনের প্রাক-যোগ্যতা যাচাই

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা বৃত্তির আবেদনের জন্য নিন্মোক্ত তথ্যাবলী পূরন করে আপনার আবেদনের প্রাক-যোগ্যতা যাচাই করুন।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/আবেদনকারীর ধরন, আবেদনকারীর মোবাইল নং, মোবাইল নং (পূণরায়), জন্ম তারিখ (এসএসসি বা সমমানের পরীক্ষার সনদ অনুযায়ী), ই-মেইল ঠিকানা, এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষার পরীক্ষার নাম, রোল নং, পাশের সন, বিভাগ, শিক্ষা বোর্ড, ফলাফল

উপরোল্লিখিত তথ্যাবলী সঠিকভাবে পূরন করার পর ‘ক্যাপচা কোড লিখুন‘ এবং ‘তথ্য যাচাই করুন‘ বাটনে ক্লিক করুন।

পরবর্তী পাতায় স্বয়ংক্রিয়ভাবে আপনার এসএসসি এবং এইচএসসি পরীক্ষা ফলাফল যাচাই পূর্বক আপনার প্রদত্ত তথ্যসমূহ পূণরায় দেখানো হবে; প্রদর্শিত তথ্যসমূহ সঠিক হলে ‘ক্যাপচা কোড লিখুন‘ এবং ‘নিশ্চিত ও সংরক্ষন করুন‘ বাটনে ক্লিক করুন। আপনার প্রাথমিক আবেদনটি গৃহীত হবার পর আপনাকে একটি এসএমএস এর মাধ্যমে আপনার ইউজারনেম ও পাসওয়ার্ড প্রদান করা হবে। প্রাপ্ত ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আপনার আবেদন সম্পূর্ণ করুন।

ধাপ ২ : আবেদনকারী লগইন

আবেদনকারী লগইন করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন এবং প্রাপ্ত ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আপনার আবেদন সম্পূর্ণ করুন।

ধাপ ৩ :মূলপাতা

মূলপাতার নিচের অংশে ‘আবেদনের অবস্থা‘-টি লক্ষ্য করুন। আপনার আবেদনটি অসম্পূর্ণ অবস্থায় থাকেবে; অনুগ্রহপূর্বক পর্যায়ক্রমিকভাবে আবেদন ফরমটি পূরণ করুন। সর্বপ্রথম ‘শিক্ষা সংক্রান্ত তথ্যাবলী‘ ধাপটি সম্পূর্ণ করুন।

ধাপ ৪ : শিক্ষা সংক্রান্ত তথ্যাবলী

বর্তমান অধ্যয়নের তথ্য সংক্রান্ত তথ্যাবলী পূরন করে ধাপটি সম্পন্ন করুন।

বর্তমান অধ্যয়নের পরীক্ষার নাম, শিক্ষা বর্ষ, অধ্যয়নের বিষয়, বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের নাম, শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ/বিভাগীয় প্রধানের নাম, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের মোবাইল নং এবং বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র আপলোড (পিডিএফ (PDF) ফরম্যাটে এবং অনধিক 5MB) করুন।

উপরোল্লিখিত তথ্যাবলী সঠিকভাবে পূরন করার পর ‘সংরক্ষন ক এবং পরবর্তী ধাপ‘ বাটনে ক্লিক করুন।

ধাপ ৫ : ব্যক্তিগত তথ্যাবলী

আপনার ব্যক্তিগত তথ্যাবলী পূরন করে ধাপটি সম্পন্ন করুন।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সনদ আপলোড (পিডিএফ (PDF) ফরম্যাটে এবং অনধিক 5MB), ধর্ম, বৈবাহিক অবস্থা, আবেদনকারীর এনআইডি নং (আবেদনকারীর এনআইডি না থাকলে কারন উল্লেখ করুন), আবেদনকারীর জন্ম নিবন্ধন সনদ নং (আবেদনকারীর জন্ম নিবন্ধন সনদ না থাকলে কারন উল্লেখ করুন), ব্যাংকের নাম, ব্যাংকের শাখার নাম, হিসাব নং এর তথ্য সমূহ সঠিকভাবে পূরণ করুন।

উপরোল্লিখিত তথ্যাবলী সঠিকভাবে পূরন করার পর ‘সংরক্ষন ক এবং পরবর্তী ধাপ‘ বাটনে ক্লিক করুন।

ধাপ ৬ : যোগাযোগের তথ্যাবলী

আপনার যোগাযোগের তথ্যাবলী পূরন করে ধাপটি সম্পন্ন করুন।

বর্তমান ও স্থায়ী ঠিকানা এর এলাকা/গ্রাম/মহল্লা, রোড নং/নাম, বাড়ী নং/নাম, পোস্ট অফিস, জেলা, থানা/উপজেলা, পোস্ট কোড সঠিকভাবে পূরণ করুন।

উপরোল্লিখিত তথ্যাবলী সঠিকভাবে পূরন করার পর ‘সংরক্ষন ক এবং পরবর্তী ধাপ‘ বাটনে ক্লিক করুন।

ধাপ ৭ : পরিবার/খানা সংক্রান্ত তথ্যাবলী

আপনার পরিবার/খানা সংক্রান্ত তথ্যাবলী পূরন করে ধাপটি সম্পন্ন করুন।

পরিবার প্রধানের নাম, নৃ-গোষ্ঠীর নিজস্ব ভাষা আছে কি না? (নিজস্ব ভাষা থাকলে উল্লেখ করুন), পরিবারের সদস্য সংখ্যা, বাসগৃহটি পরিবার প্রধানের নিজস্ব কি না?, ঘরের দেয়াল কি দিয়ে তৈরী?, ঘরের ছাদ কি দিয়ে তৈরী?, বিদ্যুৎ সংযোগ আছে কি না?, পরিবারের ব্যবহৃত পায়খানার ধরণ?, খাবার পানির উৎস কি?, মোট জমির পরিমানগত ১ বছরে পরিবারের কোন সদস্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচীর আওতায় কোন সহায়তা পেয়ে থাকলে তা বিস্তারিত উল্লেখ করুন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য হিসেবে ইতোপূর্বে কোন ধরণের সহায়তা পেয়ে থাকলে বিস্তারিত উল্লেখ করুন, পরিবারের বাৎসরিক আয়, পরিবার প্রধানের/পরিবারের মোবাইল নং তথ্য সমূহ সঠিকভাবে পূরণ করুন।

উপরোল্লিখিত তথ্যাবলী সঠিকভাবে পূরন করার পর ‘সংরক্ষন ক এবং পরবর্তী ধাপ‘ বাটনে ক্লিক করুন।

ধাপ ৮ : ছবি আপলোড

আপনার ছবি আপলোড করে ধাপটি সম্পন্ন করুন।

সংযুক্ত ছবি অবশ্যই 300 X 300 পিক্সেল (width X height) মাপের; অনধিক ২ মেগাবাইট (2MB) এবং JPG/PNG ফরম্যাটে হতে হবে।

উপরোল্লিখিত তথ্যাবলী সঠিকভাবে পূরন করার পর ‘সংরক্ষন ক এবং পরবর্তী ধাপ‘ বাটনে ক্লিক করুন।

ধাপ ৯ : পরিবারের সদস্য

আপনার পরিবারের সদস্য সংক্রান্ত তথ্যাবলী পূরন করে ধাপটি সম্পন্ন করুন।

আপনার পরিবারের সদস্যের তথ্য প্রদান করুন। নতুন সদস্যের তথ্য সংযোজনের জন্য ‘নতুন পরিবারের সদস্যের তথ্য‘ বাটনে ক্লিক করুন।

পরিবারের সদস্যের নাম, এনআইডি/জন্ম সনদ নং, বয়স (পূর্ণ বছর), খানা প্রধানের সাথে সম্পর্ক, লিঙ্গ, বৈবাহিক অবস্থা, পেশা, চিঠি লিখতে পারে কি না?, অধ্যয়নরত হলে কোন শ্রেণীতে অধ্যয়নরত অথবা অধ্যয়নরত না হলে সর্বোচ্চ কোন শ্রেণী পাশ, বৃত্তিপ্রাপ্ত হলে বৃত্তির নাম সংক্রান্ত তথ্য সমূহ সঠিকভাবে পূরণ করুন।

উপরোল্লিখিত তথ্যাবলী সঠিকভাবে পূরন করার পর ‘সংরক্ষন ক এবং পরবর্তী ধাপ‘ বাটনে ক্লিক করুন।

ধাপ ১০ : আবেদন সারসংক্ষেপ

আপনার প্রদানকৃত তথ্যসমূহ সামগ্রিকভাবে একটি পাতায় প্রদর্শন করা হবে, তথ্যসমূহ যাচাই পূর্বক যদি সঠিক হয় তাহলে আবেদন নিশ্চিতকরণ ও আবেদনটি জমাদানের জন্য ডান-পার্শ্বে প্রদর্শিত সুইচটিতে ক্লিক করে সবুজ রং চিহ্নিত করুন; উল্লেখ্য যে, সবুজ রং চিহ্নিতকরণ ব্যতীত আপনার আবেদনটি গৃহীত হবে না। উল্লেখ্য যে, যতক্ষন পর্যন্ত সবুজ রং চিহ্নিতকরত আবেদন নিশ্চিতকরন না করা পযর্ন্ত আপনি আপনার আবেদনটি সংশোধন করতে পারবেন।

সর্বশেষ ধাপ: আবেদন সারসংক্ষেপ ডাউনলোড

আপনার আবেদনটি সঠিকভাবে জমাদানের পর মূলপাতায় ‘আবেদন সারসংক্ষেপ ডাউনলোড করুন‘ বাটনটি প্রদর্শিত হবে। উল্লেখিত বাটনে ক্লিক করে সারসংক্ষেপ ডাউনলোড করে প্রিন্ট করে রেখে দিন।