যখন আমরা উন্নয়নের কথা বলি তখন আমরা
জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে সকলের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের কথাই বলি।

- শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

কর্মসূচি সম্পর্কে
সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়ন সহায়তা কর্মসূচি

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত জনগণের জীবনমান উন্নয়নের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় রয়েছে। পাশাপাশি, সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য উদ্যোগে ১৯৯৬ সাল হতে একটি নীতিমালার আলোকে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” শীর্ষক একটি কর্মসূচির বাস্তবায়ন শুরু করা হয়। বর্ণিত কর্মসূচিটি চলমান রয়েছে।



কর্মসূচির নাম সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবন-মান উন্নয়নের জন্য ”বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)”
কর্মসূচির সূচনাকাল ১৯৯৬-১৯৯৭ অর্থ বছর থেকে চলমান
অর্থায়ন জিওবি
বাস্তবায়নকারী সংস্থা প্রধানমন্ত্রীর কার্যালয়
কর্মসূচির উদ্দেশ্য বাসস্থান, শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ, ছাত্রীদের জন্য সাইকেল বিতরণসহ বিভিন্ন ধরণের আয়বর্ধক কর্মসূচির মাধ্যমে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আর্থ-সামাজিক উন্নয়ন।
বিস্তারিত....

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)
কর্মমুখী আয়সক্ষম কর্মসংস্থানের লক্ষ্যে উচ্চতর প্রশিক্ষণ কোর্স, ২০২৪

প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন 'বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)' কর্মসূচির আওতায় কর্মমুখী আয়সক্ষম কর্মসংস্থানের লক্ষ্যে স্বনামধন্য প্রতিষ্ঠান হতে আইটি বিষয়ক উচ্চতর বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণ গ্রহণ করার সুযোগ সৃষ্টি করা হয়েছে। এসএমএস-এর মাধ্যমে প্রেরিত আবেদনের কোড নং প্রদান স্বাপেক্ষে উপর্যুক্ত প্রশিক্ষণ কোর্সসমূহের মধ্য হতে যে কোন ০১ (এক)টি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের জন্য অনলাইনে আবেদন করার আহবান করা যাচ্ছে।

আবেদনের সময়কাল: ০১ এপ্রিল ২০২৪ হতে ১৫ এপ্রিল ২০২৪ পর্যন্ত
যে মোবাইল নম্বরে আবেদনের কোড নাম্বার পেয়েছেন তা লিখুন
শিক্ষাগত যোগ্যতার সনদ অনুসারে
মোবাইলে প্রাপ্ত ছয় সংখ্যার আবেদনের কোড নাম্বারটি লিখুন